শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের উপজেলা শাল্লায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য ৫৯ জন শিক্ষার্থীকে শিক্ষা ও সামাজিক সংগঠন আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সংবর্ধনা জ্ঞাপন করেছে।
মঙ্গলবার (২২ জুলাই/৬ শ্রাবণ) দুপুরে শাল্লা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস।
দামপুর আটপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও আছলাম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সিইও কবি আজমল আহমদ।
প্রধান অতিথি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নূরে আলম সিদ্দিকী, আব্দুল্লাহ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা নূর আহমদ, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক পাহেল মিয়া, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, বিএনপি নেতা মাসুদ আল কাউসার, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক এম এ রাজ্জাক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, যুবদলের সাবেক নেতা আবু সাঈদ ও শাল্লা এনসিপির সদস্য রাকিবুল হাসান।
অনুষ্ঠানে উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় ও গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত। অন্য ৩০ শিক্ষার্থী নিজ নিজ বিদ্যালয়ের সর্বোচ্চ ফল অর্জনকারী।