রাষ্ট্র তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে || বিমান দুর্ঘটনা সম্পর্কে জেলা বিএনপি

No Image Available
  • আপডেট টাইম : July 22 2025, 13:36
  • 30 বার পঠিত
রাষ্ট্র তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে || বিমান দুর্ঘটনা সম্পর্কে জেলা বিএনপি

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কয়েকজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ও অনেকের আহত হওয়ার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপি দোয়া মাহফিল করেছে।
মঙ্গলবার (২২ জুলাই/৬ শ্রাবণ) বাদ আসর হযরত শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা. সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। সঞ্চালনা করেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
বক্তারা বলেন, যদি কারিগরী ত্রুটি, অনুপযুক্ত বিমান রক্ষণাবেক্ষণ কিংবা নীতিগত অবহেলায় এই দুর্ঘটনা ঘটে থাকে তাহলেে এর পূর্ণ দায় রাষ্ট্রকেই নিতে হবে। এ ধরনের শোকাবহ দুর্ঘটনা বারবার ঘটছে—যা প্রমাণ করে, রাষ্ট্র তার দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।
তারা বলেন, জুলাই মাসে যখন দেশবাসী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল তখনই এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এটি নিছক একটি দুর্ঘটনা নয়—এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতিচ্ছবি। প্রশ্ন হচ্ছে, দেশের আকাশসীমা নিরাপদ রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদনে কীভাবে একটি অনুপযুক্ত ও পুরনো প্রশিক্ষণ বিমান শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত হলো।
বক্তারা কেবল আন্তঃবাহিনী তদন্ত নয় বরং একটি স্বাধীন, বিচার বিভাগীয় ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের দাবি জানান, যাতে প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহজামাল নূরুল হুদা, আজির উদ্দিন, শহীদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কামরুল হাসান শাহীন, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আল মামুন খান, ময়নুল ইসলাম, আলী আকবর, আজিজুর রহমান, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, আলাউদ্দিন আলাই, আহমেদ সোলেমান, আফতাব উদ্দিন ও আশরাফুল আলম বাহার সহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মাহফিলে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, শিক্ষিকা মেহরিন এবং প্রাণ হারানো শিক্ষার্থীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়।
এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ দেশে প্রত্যাবর্তনের জন্য বিশেষ দোয়া করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর