মাইলস্টোনে প্রাণহানির ঘটনায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক প্রকাশ

No Image Available
  • আপডেট টাইম : July 22 2025, 10:48
  • 11 বার পঠিত
মাইলস্টোনে প্রাণহানির ঘটনায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক প্রকাশ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী ও চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়ে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে তা আমাদেরকে শোকস্তব্ধ করে দিয়েছে। এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও শোকাবহ। আমরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে মহান আল্লাহর দরবারে বিনীত প্রার্থনা করছি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময়ে ধৈর্য্য ধরার শক্তি দান করেন।’
তারা বিমান দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর