দিরাইর বহুমুখী প্রতিভা নাজু চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়

No Image Available
  • আপডেট টাইম : July 22 2025, 09:04
  • 47 বার পঠিত
দিরাইর বহুমুখী প্রতিভা নাজু চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ের বহুমুখী প্রতিভার অধিকারী ফাহমিদা সর্দার নাজু ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে এখন উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রস্তুতি নিচ্ছে।
এবারের এসএসসি পরীক্ষায় ১১৯৪ মার্কস পেয়ে সে উপজেলায় ২য় স্থান অধিকার করে।
ছোটবেলা থেকেই ফাহমিদা সর্দার নাজু লেখাপড়ায় খুব মনোযোগী ও পরিশ্রমী। পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছিলো। এছাড়াও বিভিন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করে। পাঠ্যবইয়ের বাইরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা, বক্তৃতা, বিতর্ক এবং ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতায়ও তার প্রতিভার প্রকাশ ঘটেছে। সে ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলায় বাংলা রচনায় শ্রেষ্ঠ এবং ২০২৩ সালে ইংরেজি রচনায় শ্রেষ্ঠ হওয়ার সুনাম অর্জন করে। একই সময়ে টানা দুই বছর উপজেলার শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষার্থী নির্বাচিত হয়।
২০২৪ সালে অর্জন করে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষার্থী হওয়ার গৌরব। ২০২৪ সালে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ‘ভাষা ও সাহিত্য’বিভাগে দিরাই উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয় সে। ২০২৫ সালের তারুণ্যের উৎসবেও উপজেলার শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়।
তার বাবা গোলাম মোস্তফা সর্দার রুমি দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষক নেতাও। মা মৌলুদা খাতুন প্রাথমিক শিক্ষক।
ফাহমিদা সর্দার নাজু জানায়, পিতা-মাতাই তার জীবনের সকল ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে আছেন।

এই ক্যাটাগরীর আরো খবর