এনসিপির কর্মসূচি ঘিরে অপপ্রচারের চেষ্টা হচ্ছে : সংবাদ সম্মেলনে অভিযোগ

No Image Available
  • আপডেট টাইম : July 22 2025, 11:33
  • 24 বার পঠিত
এনসিপির কর্মসূচি ঘিরে অপপ্রচারের চেষ্টা হচ্ছে : সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে নানা ধরনের অপপ্রচারের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই/৭ শ্রাবণ) সিলেট মহানগরীর একটি হোটেলে এনসিপি সিলেট জেলা ও মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দলের জেলা শাখার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান আর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।
লিখিত বক্তব্যে জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি গত ১ জুলাই শুরু হয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বহু নেতাকর্মী অংশগ্রহণ করছেন এবং জনগণের বিপুল সাড়া মিলছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চললেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হয়েছে।
কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই (শুক্রবার) এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন। সেদিন বিকেল ৫টায় তারা সিলেট পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন। আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্যের মাধ্যমে পদযাত্রা শেষ হবে।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্মআহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেবেন বলে জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তাধারা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে চাই আমরা। ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
আরও জানানো হয়, পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনসিপির সিলেট জেলার যুগ্মসমন্বয়ক প্রকৌশলী কামরুল হাসান আরিফ, ফয়সাল আহমদ, আবু সাঈদ, আতাউর রহমান আতা ও মোহাম্মদ নূরুল ইসলাম, মহানগরের প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম, যুগ্মসমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল, মোহাম্মদ নূরুল হক, তারেক আহমদ বিলাস, প্রকৌশলী আদনান তায়্যিব, কিবরিয়া সরোয়ার ও মুস্তাকিম আহমদ মুস্তাক।

এই ক্যাটাগরীর আরো খবর