আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের এজিএম ও লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

No Image Available
  • আপডেট টাইম : July 22 2025, 16:17
  • 11 বার পঠিত
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের এজিএম ও লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

কামরুল ইসলাম বাবু, ওয়েলস, ইউকে : আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের বার্ষিক সাধারণ সভা ও লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলাদেশ সেন্টারে কার্ডিফ, সোয়ানসি ও নিউপোট সহ বিভিন্ন শহর থেকে আগত ডেলিগেট ও সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা ও লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনসার মিয়া ও জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, আনজুমানে আল ইসলাহ ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ বদরুল ইসলাম, শাহজালাল মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান, জালালিয়া মসজিদের খতীব মাওলানা মাওলানা আব্দুল মুক্তাদির ও কেন্দ্রীয় সদস্য কাউন্সিলার দিলওয়ার আলী।
বার্ষিক সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন, ট্রেজারার শাহ মোহাম্মদ তসলিম আলী। বার্ষিক রিপোর্ট পেশ করেন, সেক্রেটারি আনসার মিয়া। পরে রিপোর্ট দুটি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্বে সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নিবাচনে ডিলিগেটদের প্রস্তাব ও সমর্থনে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
এতে নির্বাচিতরা হলেন, প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ আনোয়ার ও মাওলানা আব্দুল মুক্তাদির, জেনারেল সেক্রেটারি আনসার মিয়া, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আসকর আলী, অর্গানাইজিং সেক্রেটারি সৈয়দ শামসুল হক রানু, এড্যুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা আসাদুল হক, ট্রেনিং এন্ড এম্পাওয়ারমেন্ট সেক্রেটারি শেখ আব্দুল আজিজ আতিকুজ্জামান, ওয়েলফেয়ার সেক্রেটারি মোহাম্মদ জহির আলী, মেম্বারশিপ সেক্রেটারি ক্বারী এম মোজাম্মেল আলী এবং সদস্য কাউন্সিলার দিলওয়ার আলী, ক্বারী মিনহাজ উদ্দিন জুবের, শাহ গোলাম কিবরিয়া ও তৈমছ আলী।

এই ক্যাটাগরীর আরো খবর