বালাগঞ্জ প্রতিনিধি : বেসরকারি সংস্থা নিরাপদের উদ্যোগে সিলেটের বালাগঞ্জে অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধী কৃষাণী ও শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জুলাই/৬ শ্রাবণ) উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিরাপদ সভাপতি সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকতা জুয়েল আহমদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।
যুক্তরাজ্যে বসবাসরত নারী সমাজকর্মী ইয়া সুলতানা মৌসুমীর আর্থিক সহযোগিতায় ৬ শিক্ষার্থীকে স্কুলব্যাগ, কলম, খাতা, জ্যামিতি বক্স, টিফিন বক্স, স্কেল, টুথব্রাশ ও টুথপেস্ট, ৫ কৃষাণীকে বীজ, সার, কুদাল ও নিড়ানি, ২ প্রতিবন্ধীকে নগদ অর্থ, ৫ শ্রমজীবীকে নির্মাণ সামগ্রী, ১০ জনকে ক্রীড়া সামগ্রী এবং ২ শিশুকে খেলনা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ উদ্যোগ সত্যিই প্রশাংসার দাবিদার।
অতিথিরা তরুণদেরকে সমাজসেবায় আরও এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্যে শাহাব উদ্দিন শাহিন বলেন, নিরাপদের সমাজসেবা মূলক কাজ চলমান থাকবে।