সুনামগঞ্জে জাতীয়তাবাদী আদর্শের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা

No Image Available
  • আপডেট টাইম : July 19 2025, 15:36
  • 2 বার পঠিত
সুনামগঞ্জে জাতীয়তাবাদী আদর্শের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই/৪শ্রাবণ) দুপুরে শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সুশান্ত বণিকের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট দীপঙ্কর বণিক সুজিতের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক অশোক তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভাস্কর রায়, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অজিত দাস, যুবদলের যুগ্মআহবায়ক রনজিৎ সূত্রধর, উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস ও জেলা যুবদলের সদস্য রামকৃষ্ণ তালুকদার সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অশোক তালুকদার বলেন, আওয়ামী লীগের আমলে জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক হওয়ায় তিনি হিন্দু সম্প্রদায়ের কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেননি।
তিনি অবিলম্বে জাতীয় সংসদ নিবার্চনের দাবি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর