বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “আমাদের সিলেট মহানগর সাম্প্রদায়িক সম্প্রীতির নগর হিসেবে সুপ্রাচীনকাল থেকেই পরিচিত। সম্প্রীতির এই বন্ধন আগামী দিনে আরও শক্তিশালী হবে। আমরা কোনো অশুভ শক্তির কাছে মাথানত করবো না। আমাদের সম্প্রীতি ও ভালোবাসার মিলনমেলা আমরা সবাই মিলেমিশে আরও সুসংহত ও সমৃদ্ধ করতে কাজ করবো।”
তিনি আরও বলেছেন, সিলেট মহানগরীর রিকাবীবাজারে রথযাত্রা স্থানেই আগামী দিনের সকল রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। অন্যত্র সরানো হবে না।’
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মহানগরীর মির্জাজাঙ্গালে মণিপুরী রাজবাড়িতে শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত সিংহ। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা অ্যাডভোকেট ড দিলীপ কুমার দাস চৌধুরী, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি (২য়) সজল ঘোষ, উত্তম সিংহ রতন, লাড়ু সিংহ, বাবলু সিংহ, সাংবাদিক দিগেন সিংহ, ধরণী সিংহ, রতন সিংহ, অশোক শর্ম্মা, মিন্টু সিংহ, মাইব্রাম রাসেল, অপর্ণা দেবী, মুতুম সুরোজিত ও অমলেশ সিংহ। পরিচালনায় ছিলেন কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহ।
মতবিনিময়সভার আগে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনকে গতিশীল করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ রথযাত্রা মহোৎসব ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।–সংবাদ বিজ্ঞপ্তি