মহানগরীর পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২১ জুলাই

No Image Available
  • আপডেট টাইম : July 19 2025, 14:55
  • 3 বার পঠিত
মহানগরীর পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২১ জুলাই

শ্রীশ্রী ব্রজকিশোর গোস্বামী মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেট মহানগরীর পনিটুলা পল্লবী আবাসিক এলাকায় (ব্লক-বি, ৫৭) শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ২১ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন, পরিবেশনায় গিরিরাজ দাস জুয়েল।
২২ জুলাই (মঙ্গলবার) ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন ও দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর