বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শহীদদের স্মরণে মৌলভীবাজারে জুলাই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই/৩ শ্রাবণ) সকাল ৭টায় এই ম্যারাথন মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন সোনা ভবন হয়ে ফের পৌরসভার মেয়র চত্বরে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো বুলবুল আহমেদের নেতৃত্বে প্রতিযোগিতায় আহতরা ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ এবং আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঁচ কিলোমিটারের এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে জুলাই যোদ্ধারা আনন্দ প্রকাশ করেন।