বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড়ো ভাইয়ের হাতে ছোটভাই খুন

No Image Available
  • আপডেট টাইম : July 17 2025, 15:39
  • 26 বার পঠিত
বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড়ো ভাইয়ের হাতে ছোটভাই খুন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রামে পারিবারিক কলহের জের ধরে বড়োভাইয়ের ছুরিকাঘাতে ছোটো ভাই প্রাণ হারিয়েছেন।
বুধবার (১৬ জুলাই) এশার নামাজের সময় মসজিদের ভিতরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বড়ো ভাইকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েকদিন ধরে বড়ো ভাই লুৎফুর রহমানের সাথে জমিজমা নিয়ে ছোটো ভাই মজিবুর রহমানের বিরোধ চলছিল। এর জের ধরে এশার নামাজের সময় মসজিদের ভিতরে ঢুকে বড়োভাই নামাজরত অবস্থায় ধারালো ছুরি দিয়ে ছোটো ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। পরে তাকে বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ জুলাই/২ শ্রাবণ) সকালে মজিবুর রহমান মারা যান।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান জানান, বড়ো ভাই লুৎফুর রহমানকে আটক করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর