দিরাই প্রতিনিধি : দিরাই সমাজকল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান ইতালির পক্ষ থেকে দিরাই পৌরসভার সুজানগরের রুবেল মিয়ার ছেলে নীরবকে (১০) আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই/১ শ্রাবণ) সকালে নীরবের বাড়িতে উপস্থিত হয়ে তার দাদা আলতাব উদ্দিনের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা৷
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান চৌধুরী, ইন্জিনিয়ার সাজিদুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক ফাহিম মিয়া, মো গোলাম হোসেন, ছাত্রদল নেতা ফাহিম চৌধুরী, সাগর মিয়া প্রমুখ।
মেহেদী হাসান চৌধুরী জানান, গুরুতর আহত নীরব টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে না পারার সংবাদ পেয়ে ইতালি প্রবাসীদের সংগঠন দিরাই সমাজকল্যাণ সমিতি এগিয়ে আসে।
তিনি দিরাই সমাজকল্যাণ সমিতি লম্বারদিয়া মিলান ইতালির প্রধান উপদেষ্টা রিপন আলম চৌধুরী, সভাপতি শাকির মাহমুদ তালুকদার, সাধারণ সম্পাদক হামিম মিয়া তালুকদার ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হিমেল সহ সংগঠনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নীরবের দাদাও সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১৫ জুন দিরাই বাজার থেকে সুজানগর বাড়িতে যাওয়ার পথে নতুনপাড়া জামে মসজিদের সামনে বাস-অটোরিকশা সংঘর্ষে নীরব গুরুতর আহত হয়ে বর্তমানে ওসমানী মেডি্যোল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।