বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপন তৎপরতা, দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই/৩১ আষাঢ়) দুপুরে মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক নূরুল আলম বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক রায়হান উদ্দিন, যুগ্মআহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, লিয়াকত আলী, আলী শেরওয়ান রিপন, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু, সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান ও আহমেদ হুমায়ুন রশিদ।
নেতৃবৃন্দ বলেন, একটি গোষ্ঠী দেশের বৃহত্তম দল বিএনপির জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে দেশে মব সৃষ্টি করে একের পর এক অরাজকতা সৃষ্টি করে এর দায় বিএনপি ও সহযোগী সংগঠনের উপর চাপানোর চেষ্টা করছে।
তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তিরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।