সিলেটে বিজিবির বিশেষ অভিযানে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মহিষ আটক

No Image Available
  • আপডেট টাইম : July 14 2025, 17:29
  • 5 বার পঠিত
সিলেটে বিজিবির বিশেষ অভিযানে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মহিষ আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের ৬৫টি ভারতীয় মহিষ আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই/৩০ আষাঢ়) জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত হতে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০টি ভারতীয় মহিষ আটক করে। এসব মহিষের সিজারমূল্য ৩০ লাখ টাকা।
এছাড়া আগেরদিন (১৩ জুলাই) কানাইঘাট উপজেলার গুয়াবাড়ী বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৫টি মহিষ আটক করে। আটককৃত ভারতীয় এই মহিষের সিজারমূল্য ৭৫ লাখ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর