শাল্লা প্রতিনিধি : ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডা মো আবুল ফাতাহ সাদী, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মো সোহেল আহমদ ও দৈনিক শ্যামল সিলেটের উপজেলা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার।
এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এফডাব্লিউভি ও এফডাব্লিউএ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বক্তাগণ বিশ্ব জনসংখ্যা দিবসের প্রেক্ষাপট, প্রতিপাদ্য ২০২৫, মূল বার্তা, তরুণ প্রজন্মের পছন্দ ও বর্তমান প্রেক্ষাপট, তারুণ্যের প্রত্যাশা ও বিশ্ব নেতৃবৃন্দের করণীয়, জনমিতিক বিভিন্ন তথ্য-উপাত্ত, দেশ ভিত্তিক সুপারিশকৃত কার্যক্রম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের গৃহীত কার্যক্রম, পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজননস্বাস্থ্য নিয়ে আলোচনা করেন।