কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠিত

No Image Available
  • আপডেট টাইম : July 14 2025, 13:28
  • 5 বার পঠিত
কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠিত

ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের শাহ্জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ১৩ জুলাই দূপুরে বিদায়ী সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুলের পরিচালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন, বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম। বার্ষিক রিপোর্ট পেশ করেন, বিদায়ী সেক্রেটারি দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল।
দ্বিতীয় পর্বে শাহজালাল মসজিদের সাবেক ট্রাস্টি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তন ট্রাস্টি মোহাম্মদ রেনু মিয়ার পরিচালনায় আগামী নতুন কমিটি ঘোষণা করা হয়।
পরে বিদায়ী কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্থান্তর করে।
২০২৫ ও ২০২৭ সালের জন্য শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের দু’জন ট্রাষ্টি হচ্ছেন মোহাম্মদ মকিস মনসুর ও আব্দাল মিয়া।
নতুন কমিটিতে শাহ আতাউর রহমান মধু চেয়ারম্যান, কাওছার হোসেইন সাধারণ সম্পাদক ও রকিবুর রহমান ট্র্বজারারের দায়িত্ব পেয়েছেন। সদস্য হয়েছেন, আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি ও রুহেল মিয়া।
সভার শুরুতেই শাহজালাল মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন-এখন বেঁচে নেই তাদের আত্মার মাগফেরাত, অসুস্থদের সুস্থতা এবং মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর