মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত মাধবপুর বেবী টেক্সি সমিতির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে একটি অটোরিকশা স্ট্যান্ড নির্মাাণের দাবি জানানো হয়।
শনিবার (১২ জুলাই) বিকেলে মাধবপুর বাসস্ট্যান্ডে শ্রমিক নেতা জসিম মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো শাহজাহান। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবীর খান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সদ্য সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হবিগঞ্জ জেলা অটোরিকশা, মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ মিয়া, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, বিএনপি নেতা ফজলুর রহমান বুলেট, শ্রমিক নেতা সেলিম মিয়া, বাবুল মিয়া, আব্দুল খালেক ও ইউনুছ মিয়া।