বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ঢাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সাধারণ ছাত্র-জনতা মিছিল করেছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বর থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে চৌমোহনা চত্বরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা গণঅভ্যুত্থানের এক বছর পার হওয়ার পরেও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সমালোচনা করেন।
তারা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে এ দেশে চাঁদাবাজদেরও একই পরিণতি হবে।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবেদ রহমান, কাজী মনজুর আহমেদ, তানজিয়া শিশির, এহসান জাকারিয়া, শাহ মিছবাহ ও রুহুল আমিন বক্তব্য রাখেন।