নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের জকিগঞ্জ উপজেলার সমসখানী এলাকার সোহেল আহমদ হত্যামামলার প্রধান আসামি সহ একই পরিবারের ৪ জনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও র্যাব-১৪ এর একটি যৌথ আভিযানিক দল গত ১১ জুলাই আনুমানিক রাত সাড়ে ৯টায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নকলা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জকিগঞ্জ থানার মামলা (নং-০৩, তারিখ ০৯/০৭/২৫, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০) মূলে সোহেল আহমদ হত্যায় অভিযুক্ত ১ নম্বর ও ২ নম্বর আসামি সমসখানী গ্রামের মফুর আলীর ছেলে জাকির আহমদ (৪২) ও এহিয়া আহমদকে (৩৫) গ্রেফতার করা হয়।
এছাড়াও ঘণ্টাখানেক পর দিনের অপর অভিযানে ভূঞাপুর উপজেলার ভারই এলাকা থেকে মামলার ৩ নম্বর ও ৪ নম্বর আসামি সমসখানী গ্রামের মফুর আলীর ছেলে জাবের আহমদ (২৮) ও ১ নম্বর আসামি জাকির আহমদের ছেলে শান্ত আহমদকে (১৯) গ্রেফতার করা হয়।