নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল এলাকায় দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো জাকারিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কানাইঘাট থানার মামলা {নং-০৫, তারিখ ০৯/০৭/২০২৫ খ্রি, ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫)} মূলে আসামি মো জাকারিয়াকে (৩৫, পিতা মৃত মুহিবুর রহমান, বীরদল, পুরানফৌদ, কানাইঘাট, সিলেট) গ্রেফতার করা হয়।