চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ ১১ টুকরো করে পলাতক স্বামী গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : July 12 2025, 13:39
  • 2 বার পঠিত
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ ১১ টুকরো করে পলাতক স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে স্ত্রীকে হত্যা ও মরদেহ ১১ টুকরো করার নৃশংস ঘটনার প্রধান আসামি মো সুমনকে র‌্যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, গত ৯ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির ১০ তলা ভবনের একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে গুম করার চেষ্টা করে স্বামী মো সুমন। পরবর্তী সময়ে নিরাপত্তা প্রহরী মশিউর রহমান দুর্গন্ধ পেয়ে এবং অস্বাভাবিক নড়াচড়া ও পানি ফ্লাসের শব্দ শুনে সেই বাসায় গিয়ে ডাকাডাকি করেন। প্রায় ৩০ মিনিট পর মো সুমন বাসার দরজা খুলে নিরপত্তার প্রহরীর জিজ্ঞাসার জবাবে অসংলগ্ন কথাবার্তা বলে এবং তাকে বাসায় প্রবেশ করতে বাধা দেয়।
তবে মশিউর রহমান জোর পূর্বক বাসায় ঢুকে বিভিন্ন স্থানে রক্তের দাগ, বাথরুমে রক্তমাখা কাপড় ও কমোডে মাংস দেখতে পেয়ে বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে আশেপাশের লোকজনকে ডাকতে যান। এই সুযোগে মো সুমন কৌশলে বাসার গ্রিল ভেঙ্গে পালিয়ে যায়।
নিরপত্তা প্রহরী ও এলাকাবাসী এ ব্যাপারে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্ত্রীর শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।
এ হত্যাকাণ্ডের ব্যাপোরে মো সুমনের স্ত্রীর বড়ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদি হয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যামামলা দায়ের করেন (নং-২০, তারিখ ১০ জুলাই ২০২৫ইং, ধারা : ৩০২/২০১ পেনাল কোড ১৮৬০)।
র‌্যাব এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) রাতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র‌্যাব-৭, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো সুমনকে (৩৫, পিতা মো সুন্দর আলী, সুয়াগাজী, সদর দক্ষিণ, কুমিল্লা) গ্রেফতার করতে সক্ষম হয়।

এই ক্যাটাগরীর আরো খবর