কালনী নদীর ভাঙনে শাল্লা গ্রামে এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকটি বাড়ি

No Image Available
  • আপডেট টাইম : July 12 2025, 14:52
  • 4 বার পঠিত
কালনী নদীর ভাঙনে শাল্লা গ্রামে এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকটি বাড়ি

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের শাল্লা গ্রামটি কালনী নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যেতে বসেছে। এক রাতে নিশ্চিহ্ন হয়ে গেছে কয়েকটি বাড়ি। আরও কয়েকটি বাড়ি হুমকির মুখে রয়েছে।
শনিবার (১২ জুলাই/২৮ আষাঢ়) সরজমিনে গিয়ে জানা যায়, ২০১৯ সালে এ গ্রামে নদীভাঙন শুরু হয়। গত ১৬ জানুয়ারির পর থেকে কালনী নদীর পানি কমতে শুরু করায় ভাঙন ব্যাপক রূপ ধারণ করে। বর্ষার শুরুতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সর্বস্ব হারিয়ে পথে বসেছে কয়েকটি পরিবার। এছাড়াও মাদরাসা, কিন্ডারগার্টেন স্কুল ও বাজার হুমকির মুখে। এমন পরিস্থিতে গ্রামবাসী শংকায় দিন কাটাচ্ছেন।
শাল্লা গ্রামের নূরুন্নেছা বেগম, আছিয়া বেগম, মো রাজিব মিয়া, মো মকবুল খাঁ, মো মোস্তফা খান, সাত্তার মিয়া, সেলিম মিয়া, দরছ মিয়া, মোহাম্মদ মিয়া, মো লিলু মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, মো তাউছ মিয়া, সাজ্জাদ মিয়া, আমানত খাঁ ও অলিউর মিয়া সহ অন্যরা
অবিলম্বে ভাঙন রোধে অন্তবর্তীকালীন সরকার ও পানি উন্নয়ন বোর্ডের প্রতি দাবি জানিয়েছেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। পরে নদীভাঙন রোধ প্রকল্পের আওতায় একটি প্রকল্প প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর