হবিগঞ্জে প্রায় ২ হাজার বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

No Image Available
  • আপডেট টাইম : July 11 2025, 15:37
  • 5 বার পঠিত
হবিগঞ্জে প্রায় ২ হাজার বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জ সদর উপজেলায় প্রায় ২ হাজার বোতল বিদেশী মদ সহ দুই জনকে গ্রেফতার করেছে। এ সময় একটি ট্রাকও আটক করা হয়
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের যৌথ আভিযানিক দল শুক্রবার (১১ জুলাই/২৭ আষাঢ়) বিকেল পৌণে ৪টার দিকে সিলেটের সালুটিকর সেতু এলাকা থেকে সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণ চর হামুয়া এলাকার গিয়ে আটকাতে সক্ষম হয়।
এ সময় ট্রাক ফেলে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে ধরে ফেলেন।
পরে ট্রাকে বালুর নিচে থাকা ১ হাজার ৮৮০ বোতল বিদেশী মদ উদ্ধার সহ দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো জীবন মিয়া (২৭, পিতা মৃত শফিকুর রহমান, বারদী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ) ও মো আরিফ ভূঁইয়া (৩০, পিতা মৃত আবুল কাশেম, সুফিরকান্দি, দাউদকান্দি, কুমিল্লা)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর