বালাগঞ্জ প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা মিলনায়তনে আয়োজিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন, সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড মো মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ ও সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার গ্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আশিকুর রহমান। পরিচালনায় ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান।
কংগ্রেসে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ডা আব্দুল জলিল, বালাগঞ্জ ইউনিয়ন সহসভাপতি আব্দুস সবুর, বিএনপি নেতা শেখ জামাল আহমদ খলকু মিয়া, মাসুক মিয়া, খেলাফাত মজলিসের সাধারণ সম্পাদক মীম হোসাইন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, জিল্লুর রহমান জিলু, আমির আলী, হেলাল আহমদ, আবুল কাসেম, শামীম আহমদ, ব্র্যাক প্রতিনিধি সেলিম আহমদ, পাপ্পু চন্দ্র দাশ, নূরজাহান মিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল কাসেম, উপ সহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, বিল্লাল হোসেন, অনুপ চক্রবর্তী, সীতেশ দাশ, পার্থসারথি মালাকার, জুয়েল আহমদ, উমা রানী দাশ, সাহাব উদ্দিন ও রাজন দাশ।
আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রধান অতিথি সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড মো মোশাররফ হোসেন জানান, সিলেট অঞ্চলে অনেক জমি এখনও পতিত রয়েছে। এ গুলোকে কৃষি কাজে লাগাতে হবে।
তিনি বলেন, ‘আমাদেরকে আরও আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করতে হবে, নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে এবং কৃষি উদ্যোক্তা হতে হবে।’