নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ খেলাফত মজলিস আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে।
শুক্রবার (১১ জুলাই/২৭ আষাঢ়) বিকেলে সিলেট মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে আহুত সংবাদ সম্মেনে প্রার্থী তালিকা ঘোষণা করেন, দলের উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।
প্রার্থী তালিকায় রয়েছেন, সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসান ও সিলেট-৬ আসনে যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ মাওলানা আবদুল কাদির।
মৌলভীবাজার-১ আসনে মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে মাওলানা আব্দুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে ড আহমদ আবদুল কাদের।