বিয়ানীবাজারে ইতালি পাঠানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

No Image Available
  • আপডেট টাইম : July 09 2025, 17:05
  • 14 বার পঠিত
বিয়ানীবাজারে ইতালি পাঠানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ওয়ার্ক পারমিট ভিসায় ইতালি পাঠানোর নামে প্রায় দেড়শ জনের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই/২৫ আষাঢ়) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার কয়েকজন উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাহাড়িয়াবহর এলাকার শফায়ত আলীর ছেলে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ এলাকার শিক্ষক ছয়ফুল আলমের ছেলে জামিল আহমদ।
এতে তিনি বলেন, ওয়ার্ক পারমিট ভিসায় ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে ২০২৩ সালের বিভিন্ন সময়ে তারা ৬ মাসের চুক্তিতে দেলোয়ার হোসেনের কাছে পাসপোর্ট এবং দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যদের হাতে নগদ ও চেক সহ বিভিন্ন মাধ্যমে জনপ্রতি ১২ লাখ থেকে ১৫ লাখ টাকা করে তুলে দেন; কিন্তু চুক্তিপত্রের নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত ভিসা বা টাকা কোনোটাই তারা পাননি। এ ব্যাপারে তারা লাউতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন। এছাড়া ৫টি মামলাও করা হয়েছে।
অন্যদিকে দেলোয়ার হোসেন নিজের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদেরকে হুমকি দিতে থাকেন। তাদেরকে আওয়ামী লীগের দোসর সাজিয়ে তাদের বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে হয়রানিও করছেন।
জামিল আহমদ জানান, দেলোয়ার হোসেন আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তখন বেশ প্রভাবশালী ছিলেন। তারা অনেকেই তাকে বিশ্বাস করে সহায়-সম্পত্তি বিক্রি করে টাকা দিয়েছেন; কিন্তু বিদেশ যেতে না পেরে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে দেলোয়ার হোসেন সিলেট সহ বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর