দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রদীপ রায় গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে সিলেট মহানগরীর সুবিদবাজার লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত বছরের ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা প্রদীপ রায় এই বাসায় রয়েছেন বলে টের পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী জালালবাদ থানায় জানালে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে।