৬ দফা দাবি আদায়ে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করলেন স্বাস্থ্য সহকারীরা

No Image Available
  • আপডেট টাইম : July 08 2025, 12:03
  • 95 বার পঠিত
৬ দফা দাবি আদায়ে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করলেন স্বাস্থ্য সহকারীরা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : স্বাস্থ্যসেবায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি আদায়ে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৮ জুলাই/২৪ আষাঢ়) সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালনকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, হারুনুর রশিদ, লিটন মিয়া, লুৎফুর রহমান, কামরুজ্জামান, আব্দুস সালাম, আলীনেওয়াজ, সাঈদ আহমদ, তোফায়েল আহমেদ, সোহাগ আহমেদ ও এস এম ফয়সল মজুমদার।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীগণ অবহেলিত ও অধিকার বঞ্চিত। পশু-পাখিকে যারা টিকা দেন তারা টেকনিক্যাল পদমর্যাদা পান; কিন্তু স্বাস্থ্য সহকারীগণ মানুষকে টিকা সহ স্বাস্থ্যসেবা দিয়েও সেই পদপর্যাদা পাননা।
তারা অবিলম্বে স্বাস্থ্য সহকারীদেরকে টেকনিক্যাল পদপর্যাদা দিয়ে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক সংযোজন সহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানান।
আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত দাবি বাস্তবায়ন না হলে সম্পাসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই সহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি দেন।

এই ক্যাটাগরীর আরো খবর