বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ-সুজাতপুর আঞ্চলিক সড়ক সংস্কার ও দক্ষিণ বানিয়াচং উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে দক্ষিণ বানিয়াচংয়ের ৫ ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোতাকাবির খান আক্কাছের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ক্বারী এম মতিনের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, এনসিপি নেতা আব্দুল ওয়াদুদ চৌধুরী শামীম ও সুজাতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুভ আহমেদ মজলিশ সহ নূরুল হুদা, সাদিকুর রহমান লিটন, নাজমুল আলম চৌধুরী লোকমান, অ্যাডভোকেট সারোয়ার আলম খান, এনামুল খান এনাম, নাসির উদ্দিন আফরোজ, তোফাজ্জল হোসেন, সেলিম চৌধুরী, রুমেল খান চৌধুরী, রুহুল আমিন, এপিয়ান, সিএনজি অটোরিক্সা শ্রমিক নেতা কাশেম মিয়া, জসিম মিয়া, সফর আলী, রুবেল মিয়া, আবুল হাসান আসাদ, রাকিবুল হাসান হুমায়ুন, রায়হান, মেহেদী হাসান রাসেল, নূর উদ্দিন সাগর, পাপ্পু, ফয়েজ আলম, সুমন আহমেদ জামি, শেখ বোরহান, ইয়াসিন আহমেদ উজ্জল, ফাহিম চৌধুরী, কাজী আবু ছায়েম, মাইন উদ্দিন, জসিম উদ্দিন, শিব্বির আহমেদ, মঈন উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, জানে আলম, আলী হোসেন, রিয়াদ আহমেদ, সজল খান, কুহিনুর, আব্দাল, মানিক মিয়া, শাকিব চৌধুরী, জয়ধর মিয়া, জাহেদ মিয়া, জুয়েল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।
তারা দক্ষিণ বানিয়াচং উপজেলা বাস্তবায়নের দাবিও জানান।
পরে জেলা প্রশাসক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।