মার্সিয়া-মাতম ও তাজিয়া মিছিলে পৃথিমপাশা জমিদার বাড়িতে পবিত্র আশুরা পালিত

No Image Available
  • আপডেট টাইম : July 07 2025, 04:28
  • 27 বার পঠিত
মার্সিয়া-মাতম ও তাজিয়া মিছিলে পৃথিমপাশা জমিদার বাড়িতে পবিত্র আশুরা পালিত

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা জমিদার বাড়িতে যথাযোগ্য মর্যাদায়, ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও তাজিয়া মিছিলের মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৬ জুলাই/১০ মহররম) দেশ বিদেশ থেকে আগত শিয়া সম্প্রদায়ের অনুসারীদের ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ মার্সিয়া-মাতমে ঐতিহ্যের স্মারক জমিদার বাড়িতে শোকাবহ পরিবেশ জেগে উঠে।
পৃথিমপাশা জমিদার বাড়ির ইমাম বাড়ায় মহরম মাসের ১ তারিখ থেকেই শুরু হয় আশুরার আনুষ্ঠানিকতা। এতে দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও আগত শিয়া সম্প্রদায়ের মুসলমানরা তাদের নিজস্বতায় ঘটা করেই অনুষ্ঠানাদি সম্পন্ন করেন।
পবিত্র আশুরার দিন দুপুরে ইমাম বাড়া থেকে স্থানীয়ভাবে ‘কারবালার ময়দান’ নামে পরিচত স্থান পদ্ম দীঘির পাড়ে ছোট বড় প্রায় ৪০টি তাজিয়া এসে জমায়েত হয়। সেখানে খঞ্জর ও ছুরি দিয়ে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা নিজেদের শরীরের রক্ত ঝরিয়ে মার্সিয়া-মাতমের মাধ্যমে কারবালার শোক স্মৃতি স্মরণ করেন।
এলাকাবাসী জানান, পৃথিমপাশা জমিদার বাড়ি, তরফি সাহেব বাড়ি ও মনরাজ বাড়িতে মজলিস, মিলাদ, মাহফিল ও দোয়ার মাধ্যমে শুরু হয় পবিত্র আশুরার মূল আনুষ্ঠানিকতা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মজলিস, মার্সিয়া-মাতম, জারি ও নোওয়া। একই সাথে চলে রোজা ও নফল ইবাদাত বন্দেগি। সর্বশেষ ১০ মহররম তাজিয়া মিছিল বের করা হয়।
পৃথিমপাশা ইমাম বাড়ার মোতাওয়াল্লি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান জানান, মহররম মাসের চাঁদ দেখার পর থেকেই শুরু হয় তাদের শোক পালনের কার্যক্রম। আর তা দেখতে সকল ধর্মের লোকজনের সমাগম ঘটে।
পবিত্র আশুরার সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে পালনে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য মাঠে ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর