সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আসাদ

No Image Available
  • আপডেট টাইম : July 06 2025, 15:26
  • 69 বার পঠিত
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আসাদ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : সিলেট বিভাগের সুনামগঞ্জ-১ (মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার। বিশেষ করে তরুণ ভোটাররা তাকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। ইতোমধ্যেই তার রাজনৈতিক প্রজ্ঞা মুগ্ধতা ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। এর মধ্য দিয়ে তিনি অন্যান্য ভোটারের মনও জয় করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ছাত্রজীবনে আসাদ মুরাদ তালুকদার ঢাকায় সুনামগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সুনামগঞ্জ জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়াও একজন মানবিক মানুষ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। ঢাকা ভিত্তিক সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সম্মানিত উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালনে দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবেও তাকে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা গেছে।
এছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী দুই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। হয়েছেন অমানবিক নির্যাতনের শিকার। ছাত্রলীগের হামলায় বাম হাত ভেঙে গেছে তার। তিনি ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলেন সামনের সারিতে। স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকাকালীন জাতিসংঘের ইয়াং ইয়ুথ লিডারশিপ কনফারেন্সেও অংশগ্রহণ করেন।
আসাদ মুরাদ তালুকদার অধিকার বঞ্চিত ও প্রকৃতির সাথে লড়াই করে যাওয়া ভাটির মানুষের পাশে থেকে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।

এই ক্যাটাগরীর আরো খবর