নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সিলেট জেলার যারা জীবন উৎসর্গ করেছেন সেই শহীদদের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছে।
আগামীকাল সোমবার (৭ জুলাই) দুপুর ২টায় সিলেট মহানগরীর দরগা গেইট এলাকায় স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।