সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

No Image Available
  • আপডেট টাইম : July 05 2025, 16:19
  • 35 বার পঠিত
সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

বিশেষ প্রতিবেদক : সিলেটের ২০০ বছরের ঐতিহ্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (৫ জুলাই/২০ আষাঢ়) সিলেট মহানগরীর রিকাবীবাজারে রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রায় হাজারো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে। এতে এক বর্ণিল আবহ তৈরি হয়।
রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেটে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। গত ২৭ জুন মহানগরীর ২৫টি দেবালয় ও মন্দির থেকে রথ নিয়ে রথযাত্রা মহোৎসব শুরু করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো পূজা, আরতী, হরিনাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন।
সমাপনী দিনে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির ধর্মীয় ব্যবস্থাপনা সম্পাদক ওস্তাদ নবকুমার সিংহের নেতৃত্বে গীত গোবিন্দ থেকে দশাবতার পাঠ, কীর্ত্তন ও আরতী পরিবেশন করা হয়।
এর আগে, এক সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির উপদেষ্টা ড দীলিপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, কোষাধ্যক্ষ সমেন্দ্র সিংহ, মিন্টু সিংহ, মাইবাম রতন, নামব্রাম রতন, অশোক শর্ম্মা, দিগেন সিংহ বাবলু সিংহ, শংকর সিংহ, সজল ঘোষ প্রমুখ।
রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট মহানগরীর রিকাবীবাজার প্রাঙ্গণে ৯ দিনব্যাপী জমজমাট মেলাও বসে।
রথযাত্রা মহোৎসব উদযাপনে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটিকে সহযোগিতা করে সিলেট সিটি কর্পোরেশন। এছাড়াও সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরাপত্তা সহ সকল প্রকার সহায়তা দেয়।
এবার রথযাত্রায় অংশগ্রহণকারী মন্দির ও দেবালয়গুলো হলো, শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, আম্বরখানা; শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দির, শিবগঞ্জ; শ্রীশ্রী নৃসিংহ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দির, রাজবাড়ী, মির্জাজাঙ্গাল; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নয়াবাজার; আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন); শ্রীশ্রী জগন্নাথ মন্দির, নরসিংটিলা; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, কালীঘাট; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, নরসিংটিলা; লালদিঘিরপাড় মণিপুরীপাড়া মন্দির পরিচালনা কমিটি; শ্রীশ্রী মহাপ্রভু মন্দির, সাগরদিঘিরপাড়; শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, মাছিমপুর; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বড়বাজার; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, সুবিদবাজার; শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, লামাবাজার; শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, দক্ষিণ কাছ; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, জিন্দাবাজার; শ্রীশ্রী ব্রজনাথ জিউর মন্দির, শিবগঞ্জ; নিম্বার্ক আশ্রম, মির্জাজাঙ্গাল; সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, লামাবাজার; শ্রীশ্রী মহাপ্রভু আখড়া, পনিটুলা, সিলেট,; শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, বহর নোয়াগাঁও, সিলেট ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, ব্রাহ্মনশাসন, আখালিয়া সিলেট।
রথযাত্রা মহোৎসব সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত সিংহ ও সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের এই উৎসব সিলেটের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সামাজিক সংগঠন সহ সিলেটের সর্বস্তরের মানুষের সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রীতির নগর সিলেট-এর যথার্থতা আবারও শতভাগ প্রমাণিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর