দিরাই প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে আবৃত্তিতে দ্বিতীয় স্থান অধিকারী সুনামগঞ্জের দিরাই উপজেলার সোহম দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই/২১ আষাঢ়) দুপুরে দিরাই উপজেলা গণমিলনায়তনে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার। আয়োজক সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক সুয়েব হাসান চৌধুরী, শুকরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণ দাস, অসিম চৌধুরী, শাহজাহান সিরাজ, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর চৌধুরী, দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম, সৈদুর রহমান তালুকদার, সাংবাদিক সুমন রহমান, মাইদুল ইসলাম সোহাগ, জিলানী খান, এহিয়া লিটন, আব্দুল্লাহ রাজী, মো আয়মান মিয়া, ঝুটন সূত্রধর, রাজীব দাস, দুর্জয় রায় প্রমুখ।
পরে আগের দিন আয়োজিত চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।