ডা জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে মহিলা দলের মেডিক্যাল ক্যাম্প

No Image Available
  • আপডেট টাইম : July 04 2025, 15:35
  • 25 বার পঠিত
ডা জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে মহিলা দলের মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রদিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
উপজেলার ফুলবাড়ি এলাকায় শুক্রবার (৪ জুলাই/২০ আষাঢ়) জেলা মহিলা দলের উদ্যোগে এই মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেন।
একই সঙ্গে রোগীদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
এ উপলক্ষে জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী ও জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

এই ক্যাটাগরীর আরো খবর