নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্ট আন্দোলনের ইতিহাস এবং শহীদ ও আহতদের স্মৃতি বাঁচিয়ে রাখতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই/২০ আষাঢ়) সকালে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে সিকৃবির নবনির্মিত প্রধান ফটক ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন করেন, উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম।
ফিতা কেটে ফলক উন্মোচন ও দোয়ার মাধ্যমে ‘জুলাই ৩৬ গেইট’ উদ্বোধন করা হয়। এ সময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য জানান, জুলাই-আগস্টের আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই-আগস্ট আন্দোলনের ইতিহাস ধরে রাখতে এটাই সিলেট বিভাগের প্রথম উদ্যোগ বলে সিকৃবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।