নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের রাজনগর থানার হত্যামামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩ জুলাই/১৯ আষাঢ়) রাত পৌণে ১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট সেতুর সিএনজি অটো স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় জেলার রাজনগর থানার মামলা (নং-০৬, তারিখ-১৩/০৩/২০২১, ধারা-৩০২/৩৪ পেনাল কোড) মূলে হত্যামামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীনকে (৩১, পিতা জামাল মিয়া, আমিরপুর, রাজনগর, মৌলভীবাজার) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।