নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৩০ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৩ জুলাই/১৯ আষাঢ়) আনুমানিক রাত দেড়টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এই গাঁজা সহ মো মাহফুজ মিয়া (৪২, পিতা মৃত ইউসুফ আলী, ধ্বজনগর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।