নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে দলীয় নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং শান্তি ও সম্প্রীতির আহ্বান জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকালে দলের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনীত প্রার্থী মো শাহজাহান আলী ও উপজেলা আমীর মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ফুলকলি প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
আউশকান্দি বাজার প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি উপজেলার কুর্শি, বাংলা বাজার, ভাঙ্গার পুল, বাজকাশারা ও সালামতপুর বাস টার্মিনাল হয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে শেরপুর রোডে বাংলাটাউনের সামনে পথসভায় মিলিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আশরাফ আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মো শাহজাহান আলী বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা ও ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই।