জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থীর

No Image Available
  • আপডেট টাইম : July 01 2025, 15:53
  • 5 বার পঠিত
জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থীর

জকিগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান জকিগঞ্জে সংবাদকমীদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১ জুলাই/১৭ আষাঢ়) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে দলের উপজেলা আমীর কাজী মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ছরওয়ার হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও প্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান।
তিনি জকিগঞ্জ উপজেলার যোগাযোগ, নদী ভাঙ্গন, গ্যাস, শিক্ষা ও চিকিৎসা সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরে এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেন।
এছাড়া জকিগঞ্জ-শেওলা সড়ক মেরামত, চলমান নদী ভাঙ্গন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন।
তিনি নির্বাচিত হলে, জকিগঞ্জের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, কালিগঞ্জে আরেকটি হাসপাতাল স্বাপন ও জকিগঞ্জে আবাসিক গ্যাস চালুর বিষয়কে অগ্রাধিকার দিবেন বলে আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন খান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলওয়ার লস্কর, শুরা ও কর্মপরিষদ সদস্য মুহিব আহমদ চৌধুরী জামিল, উপজেলা যুববিভাগের সভাপতি আবিদুর রহমান, পৌর যুববিভাগের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী নেতা আজিজুর রহমান মেম্বার, জকিগঞ্জ উপজেলা (উত্তর) ছাত্রশিবির সভাপতি নাজির আহমদ আফজল ও উপজেলা (দক্ষিণ) সেক্রেটারি ফজল আহমদ।

এই ক্যাটাগরীর আরো খবর