হবিগঞ্জে চিকিৎসক বেশী এক ফিজিওথেরাপিস্টের কারাদণ্ড ও অর্থদণ্ড

No Image Available
  • আপডেট টাইম : July 01 2025, 17:32
  • 23 বার পঠিত
হবিগঞ্জে চিকিৎসক বেশী এক ফিজিওথেরাপিস্টের কারাদণ্ড ও অর্থদণ্ড

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়ে নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা (প্রেসক্রিপশন) দেওয়ার অপরাধে একজনের এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই/১৭ আষাঢ়) দুপুরে শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান ও সিভিল সার্জন ডা রত্নদ্বীপ বিশ্বাসের উপস্থিতিতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে৷
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আব্দুর রহমানকে এই কারাদণ্ড দেন অর্থদণ্ড করেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার শরীফ মো সানজিদ জানান, অভিযানকালে সেখানে আব্দুর রহমান নামে এক ফিজিওথেরাপিস্টকে পাওয় যায়, যিনি দীর্ঘদিন ধরে ‘প্রফেসর ডা আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি জেলা প্রশাসককে জানালে সাথে সাথেই তিনি ঘটনাস্থলে পৌঁছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন৷
পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এই ক্যাটাগরীর আরো খবর