নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৬২ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (১ জুলাই/১৭ আষাঢ়) রাত পৌণে ২টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামোড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চার ব্যক্তি ৫টি প্লাস্টিকের বস্তা রেখে কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা দু’জনকে ধরে ফেলেন।
পরে এই দু’জনকে গ্রেফতার ও ৫টি প্লাস্টিকের বস্তাভর্তি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো ফারুক (২৫, পিতা দেলোয়ার আলী, মজলিশপুর, সদর, ব্রাহ্মণবাড়িয়া) ও মো রুবেল মিয়া (৩০, পিতা মো হোসেন মিয়া, ছোট বাকাইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।