শাল্লায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা

No Image Available
  • আপডেট টাইম : June 30 2025, 13:31
  • 20 বার পঠিত
শাল্লায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় কৃষি সমৃদ্ধি প্রোগ্রাম অন এগ্রিকালচারাল ট্রানফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ-পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন/১৬ আষাঢ়) শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসর মো. আনোয়ার হোসেন। উপজেলা কৃষি অফিসার মো. শওকত জামিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় কর্মশালায় রাজনৈতিক ব্যক্তিত্ব, কৃষি উদ্যোক্তা, স্থানীয় মিডিয়া কর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির বিস্তার নিয়ে আলোচনা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর