জকিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি || আমলশীদ মানবকল্যাণ সোসাইটির উদ্বেগ প্রকাশ

No Image Available
  • আপডেট টাইম : June 29 2025, 03:22
  • 11 বার পঠিত
জকিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি || আমলশীদ মানবকল্যাণ সোসাইটির উদ্বেগ প্রকাশ

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার আমলশীদে গোবিন্দ পালের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
একদল ডাকাত ২৭ জুন রাত আড়াইটার দিকে বাড়িতে ঢুকে বাড়ির লোকজনের হাতপা বেঁধে বসতঘরের জিনিসপত্র তছনছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
আমলশীদ মানবকল্যাণ সোসাইটি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাদিক সিদ্দিকী বলেন, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমলশীদ বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় আমলশীদ গ্রামবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, জকিগঞ্জ থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার শাহআলম ও ডিবি পুলিশের উর্ধতন কর্মর্কতাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর