বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে’ আহ্বান রেখে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে শহরের নিমতলা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে জেলার ৯ উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনূর আলম, জেলা যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মোস্তাক আহমেদ, ও সালাউদ্দিন টিটু, আজমিরীগঞ্জ যুবদলের আহবায়ক এনামুল হক চৌধুরী, দক্ষিণ বানিয়াচং যুবদলের আহবায়ক নূরুল হুদা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে এক সাথে কাজ করতে হবে।