বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যেগে ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে দিনব্যাপী জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তয়রুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন, তয়রুননেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক।
শান্তি সহায়ক গ্রুপ (পিএফজি) বালাগঞ্জ উপজেলা কমিটির কোঅর্ডিনেটর শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় সেশন পরিচালনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট সিলেট এরিয়া কোঅর্ডিনেটর নাজমুল হুদা ও ফিন্ড কোঅর্ডিনেটর আকলিমা চৌধুরী।
ইয়ুথদের মধ্যে অংশ গ্রহণ করেন, কামরুল ইসলাম, শাহারিয়ার আহমদ, আবু ফজলে রাব্বি জিহাদ, হোসাইন আহমদ, হাবিবুর রহমান তাজ, বদরুল ইসলাম, সাজু আহমদ, জুয়েল আহমদ, ইমরান আহমদ, আব্দুল আজিজ, প্রেমকৃষ্ণ ধর অঙ্গন, ইমা বেগম, সাজেদা বেগম, লাকী বেগম, পারভিন বেগম, ফারজানা বেগম, নাদিয়া বেগম, মারজানা বেগম, ফারজানা বেগম ও নুরজাহান আক্তার মিম।
কর্মশালায় জেন্ডার, সেক্স, নির্যাতন, প্রতিরোধ, নারী-পুরুষের কাজ, বৈষম্য, সংষর্ঘ নয় শান্তি ও সস্প্রীতি, ইয়ুথদের সামাজিক কর্মকাণ্ড, মানবকল্যাণে কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।