দিরাইয়ে রাজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় ত্যাগীদের মূল্যায়ন দাবি

No Image Available
  • আপডেট টাইম : June 28 2025, 16:45
  • 32 বার পঠিত
দিরাইয়ে রাজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় ত্যাগীদের মূল্যায়ন দাবি

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮জুন/১৪ আষাঢ়) বিকেলে ইউনিয়নের চকবাজারের এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর যারা জীবনবাজি রেখে রাজপথে ছিলেন এবং জেল-জুলুম সহ্য করেছেন আগামী নেতৃত্বে তারাই আসবেন। ত্যাগীদের দিয়ে কমিটি গঠন করতে হবে। সুবিধাবাদীদের কমিটিতে স্থান হবে না। ত্যাগীদের সম্মান দিতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুকের সঞ্চালনায় কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, ইউনিয়ন বিএনপির জিবাতুল ইসলাম, শাহিবুর, প্রনব দাস, আপ্তাব খাঁ, ছদ্দর আলী, নবীর হোসেন, জুনায়েদ মিয়া ও কনু মিয়া।
সভায় জানানো হয়, আগামী ৩ দিন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে উপজেলা বিএনপির কার্যালয় থেকে ফরম বিতরণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর