সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়েই রাজনীতি করতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, দেশ ও জনগণের কল্যাণই হোক আমাদের একমাত্র চিন্তা।”
তিনি আরও বলেছেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনমত গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।”
শুক্রবার (২৭ জুন/১৩ আষাঢ়) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের আশিঘর বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপি কখনো দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি। পক্ষান্তরে, নিষিদ্ধ আওয়ামী লীগ বরাবরই এদের পৃষ্ঠপোষকতা করে আসছে। বিএনপি বিশ্বাস করে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব, যেখানে নেতৃত্বে থাকবে সৎ, ত্যাগী ও দেশপ্রেমিক মানুষ।”
নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিতভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রতিপক্ষকে কখনোই দুর্বল মনে করা যাবে না। আত্মতুষ্টি নয় বরং প্রতিটি পদক্ষেপ হতে হবে পরিকল্পিত, সচেতন ও সুসংগঠিত।”
তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন, ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুহুল আমীন। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি তাজিবুর। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির মাহবুব আলম, শাহীন আলম জয়, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি এনায়েত হোসেন রুয়েল, ছাদিকুর রহমান টিপু ও মহিউদ্দিন বেলাল।
এছাড়াও বক্তব্য দেন, বিএনপি নেতা সনজীদ আলী, রাশেদুল হাসান চৌধুরী, দিনার শাহ, শাহীন আহমেদ, তুহিন চৌধুরী, রুকন আহমেদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা সজিবুর রহমান, মেহেদী হাসান রফি, সায়মন আহমেদ, ডিলাল আহমেদ ও রাহিন চৌধুরী।–সংবাদ বিজ্ঞপ্তি