আগামীর রাজনীতি যেন দেশে আবার ফ্যাসিবাদের জন্ম না দেয় : ডা শফিক

No Image Available
  • আপডেট টাইম : June 27 2025, 12:27
  • 54 বার পঠিত
আগামীর রাজনীতি যেন দেশে আবার ফ্যাসিবাদের জন্ম না দেয় : ডা শফিক

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন দেশে আবার ফ্যাসিবাদের জন্ম না দিয়ে জনপ্রত্যাশা পূরণ করে।
তিনি আরও বলেছেন, রাজনৈতিক দলগুলোর নেতারা মুখে যেভাবে বলেন, তারা যেন সত্যিকার অর্থে সেভাবে দলের স্বার্থের উর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকেই দেখেন। শুক্রবার (২৭ জুন/১৩ আষাঢ়) মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মরহুমের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে গিয়ে মরহুমের কবর জিয়ারত করেন।
পরে উপস্থিত সকলকে নিয়ে তিনি আন্দোলনের দীর্ঘদিনের সাথী দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, প্রবাসী সুলতান আহমদ ও জালাল আহমদ, দলের জেলা সহকারী সেক্রেটারি আলা উদদীন শাহ, মাওলানা হারুনুর রশীদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, ছাত্র শিবিরের জেলা সভাপতি নিজামুদ্দিন ও সেক্রেটারি ফরিদ উদ্দিন সহ দলের অন্যান্য নেতা।
জাময়াতে ইসলামীর আমীর পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত নাফিজা জান্নাত আনজুমের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান।

এই ক্যাটাগরীর আরো খবর